সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৩৪
ব্রেকিং নিউজ

আইএফসি টেকসই ও সার্বিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে দ. এশিয়ার জলবায়ু পদক্ষেপকে উৎসাহ দিচ্ছে

আইএফসি টেকসই ও সার্বিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে দ. এশিয়ার জলবায়ু পদক্ষেপকে উৎসাহ দিচ্ছে

উত্তরণবার্তা প্রতিবেদক : ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন (আএফসি) টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, জনগণের সেবার উন্নতি এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান সুরক্ষায় সহায়তা দিতে ২০২২ সালের জুনে সমাপ্ত গত অর্থ বছরে দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য প্রায় দুইশ’ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এক্ষেত্রে তারা কোভিড-১৯’র প্রভাব থেকে বেরিয়ে আসতে দেশগুলোকে সহায়তার ওপর বেশি জোর দেয়। আলফোনসো গার্সিয়া মোরার কাছ থেকে  রাথ হোরোবিৎজ দক্ষিণ ও পূর্ব এশিয়া এবং প্যাসিফিককে নিয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক আইএফসি’র আঞ্চলিক ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর, এই বিশাল অংকের প্রতিশ্রুতির কথা প্রকাশ করা হলো। মোরা বর্তমানে ইউরোপ, ল্যাটিন আমেরিকা  ও ক্যারিবীয় অঞ্চল বিষয়ক আইএফসি’র আঞ্চলিক ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। এশিয়া ও প্যাসিফিক অঞ্চল বিষয়ক আইএফসি’র ভাইস প্রেসিডেন্ট রাথ হোরোবিৎজ বলেন, ‘আমি এ অঞ্চলে যোগ দিতে এবং এ প্রতিষ্ঠানের চমৎকার স্টাফ, ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সাথে কাজ করতে অত্যন্ত উদগ্রিব। আমি এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বেসরকারি খাত নিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি।’ আন্তর্জাতিক বিনিয়োগ পেশাদারিত্বের ক্ষেত্রে হোরোবিৎজের ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি তিনি আইএফসি’র ইকুইটি মোবিলাইজেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। আইএফসি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (এএমসি)  প্রধান অপারেটিং অফিসার ও এর পরিচালক হিসেবে যোগদানের আগে হোরোবিৎজ লেহম্যান ব্রাদার্সে কাজ করেন।

মহামারি করোনাভাইরাসের প্রভাব দীর্ঘমেয়াদি হওয়ায় আইএফসি এ অঞ্চলকে পুনর্গঠনে সহায়তা করার লক্ষ্যে ফের আর্থিক সহযোগিতা জোরদার করেছে। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখাসহ স্থানীয় আমদানি ও রপ্তানিকারকদের স্বল্প মেয়াদি এবং কোভিড মোকাবেলায় দীর্ঘ মেয়াদি আর্থিক সহায়তার ওপর গুরুত্ব দিয়ে আইএফসি ২০২২ অর্থ বছরে ২৩ কোটি ৭০ লাখ ডলার সরবরাহ করে। ২০২০ থেকে ২০২২ অর্থ বছর পর্যন্ত আইএফসি এ অঞ্চলে কোভিড মোকাবেলার অংশ হিসেবে একশ’ কোটি ডলারেও বেশি বরাদ্দের প্রতিশ্রুতি দেয়।দক্ষিণ এশিয়া বিষয়ক আইএফসি’র আঞ্চলিক পরিচালক হেক্টর গোমেজ অং বলেন, গত বছর দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য প্রায় দুইশ’ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে সহায়তায় এবং ব্যবসা-বাণিজ্যের বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় এএফসি’র কার্যক্রম বেসরকারি খাতকে সক্রিয় করেছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK