শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৫৪
ব্রেকিং নিউজ

আমি জুয়াড়ি নই, হিসাব কষে ঝুঁকি নিই: লাপোর্তা

আমি জুয়াড়ি নই, হিসাব কষে ঝুঁকি নিই: লাপোর্তা

উত্তরণবার্তা ডেস্ক : আর্থিক অসচ্ছলতা দূর করতে কিছুদিন আগে টিভি স্বত্ত্বের ২৫ শতাংশ বিক্রি করেছে বার্সেলোনা। এরপরও প্রয়োজনীয় অর্থের জোগান আসেনি। তাই সোসিউস ডটকমের কাছে স্টুডিওর প্রায় ২৫ শতাংশ বিক্রি করেছে ক্লাবটি। এজন্য বার্সার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ১০০ মিলিয়ন ইউরো।
 
চলমান দলবদলে রবার্ত লেভানদোস্কি, রাফিনিয়া, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, জুল কুন্দে, ফ্রাঙ্ক কেসিদের দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এদের সবাইকে এ মৌসুম শুরু হওয়ার আগেই নিবন্ধন করাতে চায় স্পেনের ক্লাবটি। এজন্য নিজেদের স্টুডিও বিক্রি করতে বাধ্য হয়েছে বার্সেলোনা। নিজেদের দরকার মেটাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা। কাতালানদের আরও শক্তিশালী করতে সবকিছু হিসাব কষে ঝুঁকি নিয়ে করছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।
 
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি বলেছেন,'এটি ছিল (বার্সা স্টুডিওর ২৫ শতাংশ বিক্রি করা) এমন একটি সিদ্ধান্ত যা সত্যি বলতে, আমি নিতে চাইনি। এটা একটা প্রয়োজন ছিল। আমি জুয়াড়ি নই, আমি হিসেব কষে ঝুঁকি নিই। ' মার্কা
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ