শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৩৩
ব্রেকিং নিউজ

শতবর্ষ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা

শতবর্ষ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা

উত্তরণবার্তা ডেস্ক : ২০৩০ সালের শতবর্ষ বিশ্বকাপে যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা। চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ের সঙ্গে বিশ্বকাপ আয়োজনের যৌথ বিড জমা দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। তাদের চাওয়া, টুর্নামেন্টের শতবার্ষিকী উদযাপন হোক ‘ঘরে’। ওইবার আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
 
দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিঙ্গেজ বলেছেন, ‘এটা একটি মহাদেশের স্বপ্ন।’ডোমিঙ্গেজ যোগ করেন, ‘আরও অনেক বিশ্বকাপ হবে, কিন্তু কাপটি একবারই একশ পূর্ণ করবে। এবং এটার ঘরে আসা প্রয়োজন।’ চিলি বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৬২ সালে, আর ১৯৭৮ সালে আর্জেন্টিনায়। উরুগুয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইগনাসিও আলোনসো বলেছেন, ‘১০০ বছর পর বিশ্বকাপ সেখানেই আয়োজিত হওয়া উচিত, যেখানে শুরু হয়েছিল।’
 
২০২২ বিশ্বকাপ হচ্ছে কাতারে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হবে ২০২৬ বিশ্বকাপ। এর আগেই ২০২৪ সালেই ফিফা ২০৩০ সালের আয়োজনের নাম প্রকাশ করবে। গত মাসে স্পেন ও পর্তুগালও যৌথ আয়োজকের আগ্রহ প্রকাশ করে বিড জমা দিয়েছিল।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ