শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:০০
ব্রেকিং নিউজ

আত্মঘাতী গোলে আটকে গেলো শেখ জামাল

আত্মঘাতী গোলে আটকে গেলো শেখ জামাল

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : ওয়ালটন ফেডারেশন কাপের ১০ম ম্যাচে পুলিশের বিপক্ষে ড্র করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গ্রুপ ‘এ’ থেকে মুখোমুখি লড়াইয়ে দুই দল মাঠ ছাড়ে ২-২ গোলের সমীকরণ নিয়ে।

রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়ে পুলিশ-জামাল। আত্মঘাতী গোলের কারণে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে জামালকে। ম্যাচের ১০ম মিনিটে অবশ্যই এগিয়ে যায় পুলিশ। প্রথমার্ধ শেষ করে এগিয়ে থেকেই। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের সময় গোল শোধ করে জামাল। গোলটি করেন ওমর জোবে।

৭৭ মিনিটের সময় আত্মঘাতী গোল খেয়ে বসে জামাল। আরিফুল ইসলামের ভুলে গোল খেয়ে বসে দলটি। তবে দুই মিনিট না যেতেই গোল শোধ করে সমতা আনেন জামালের অধিনায়ক সোলেমান কিং। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ‘এ’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এই দুই দলের ভাগ্য নির্ভর করছে শেখ রাসেল-শেখ জামাল ম্যাচের ওপর।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK