রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:৪১
ব্রেকিং নিউজ

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পুরস্কার দিলেন স্পিকার

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পুরস্কার দিলেন স্পিকার

উত্তরণবার্তা প্রতিবেদক : কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার্স সেক্রেটারিয়েট আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি আজ রবিবার দুপুরে স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে ওই পুরস্কার তুলে দেন।
 
স্পিকার ‘সিপিএ ১১০তম এনিভারসারি কম্পিটিশন ফর ইয়ুথ : হোয়াট উইল ইউর পার্লামেন্ট লুক লাইক ইন দ্যা নেক্সট ১১০ ইয়াস’ শীর্ষক অনলাইন রচনা প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপ ক্যাটাগরিতে সিপিএ বাংলাদেশ ব্রাঞ্চ হতে বিজয়ী নশীন আবরেশি পিও'র হাতে পুরস্কার তুলে দেন। এসময় পুরস্কার বিজয়ীর পিতা রাকিবুল ইসলাম, মাতা সৈয়দা ইসমত আরা এবং পুরস্কার বিজয়ীর বোন রোমানা রেইন ডিউ উপস্থিত ছিলেন।
 
স্পিকার বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের পক্ষ হতে পুরস্কার প্রাপ্তি দেশের জন্য গৌরবের বিষয়। আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করায় পুরস্কার বিজয়ী নশীন আবরেশি পিও'কে অভিনন্দন। পুরস্কার বিজয়ীর ভবিষ্যত জীবনের সফলতা কামনা করেন তিনি। উল্লেখ্য, পুরস্কার হিসেবে সিপিএ থেকে একশত পাউন্ড এর চেক প্রদান করা হয়। প্রতিযোগিতায় কমনওয়েলথভুক্ত দেশসমূহের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ