শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:২২
ব্রেকিং নিউজ

দিনাজপুরে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

দিনাজপুরে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

উত্তরণবার্তা প্রতিবেদক : সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে ১৯৯ টাকা থেকে ১৮৫ টাকা নির্ধারণ করা হলেও দিনাজপুরের ফুলবাড়ীর হাটবাজারের বেশিরভাগ দোকানেই আগের দামে বেচাবিক্রি করা হচ্ছে। ন্যায্যমূল্যে তেল না পাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। স্থানীয় শিক্ষক আনোয়ার হোসেনসহ কয়েকজন ভোক্তা বলেন, ‘সরকার সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে দিয়েছে। যাতে করে ক্রেতারা যেন সয়াবিন কিনতে এসে একটু স্বস্তি পান। কিন্তু বাজারে কিনতে এসে দেখা যাচ্ছে আগের দামেই তেল বিক্রি হচ্ছে।’

ফুলবাড়ী বাজারের একজন সয়াবিন তেলের এজেন্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সম্প্রতি সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা করে লিটার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু সয়াবিন কোম্পানিগুলো এখন পর্যন্ত নতুন মূল্যের বোতলজাত সেই তেল আমাদের মাঝে সরবরাহ করেনি। এ কারণে আগের মূল্যে কেনা তেল আগের মূল্যেই অর্থাৎ ১৯৯ টাকা মূল্যেই বিক্রি করা হচ্ছে। কারণ দাম কমলেও কোম্পানি দায়দায়িত্ব নিচ্ছে না, আবার বর্তমান মূল্যে বিক্রি করলে তাতে প্রত্যেক ছোটবড় দোকানদারকে আর্থিকভাবে লোকসান গুণতে হবে।’ ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘কেউ যদি পণ্যে মূল্য বৃদ্ধি করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।’
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK