রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৩:৫২
ব্রেকিং নিউজ

পাবনায় ‘মুজিববর্ষ’ উপলক্ষে ঘর পাচ্ছে আরও ৩৪১টি গৃহহীন পরিবার

পাবনায় ‘মুজিববর্ষ’ উপলক্ষে ঘর পাচ্ছে আরও ৩৪১টি গৃহহীন পরিবার

উত্তরণবার্তা প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলায় ৩৪১ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর ও জমি পাচ্ছে। আগামী ২১ জুলাই (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এসব ঘরের হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এ তথ্য জানান। 
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আগামি বৃহস্পতিবার পাবনায় ৮ উপজেলার ৩৪১ টি ঘর হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আকতার, সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজা আসাদ, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এসএ
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ