রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৭:১১
ব্রেকিং নিউজ

দক্ষিণ সিটির ৫৮ ওয়ার্ডের বর্জ্য অপসারণ সম্পন্ন

দক্ষিণ সিটির ৫৮ ওয়ার্ডের বর্জ্য অপসারণ সম্পন্ন

উত্তরণবার্তা প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর‌পোরেশনের (ডিএসসিসি) ৫৮ ওয়ার্ডে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ জুলাই রোববার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এছাড়া, ৫, ১১, ১৯, ২২, ৩৪, ৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড ওয়ার্ডে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ৯০ শতাংশের অধিক বর্জ্য অপসারণ করা হয়েছে। গতকাল রাত ১১টা পর্যন্ত ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯.২৪ মেট্রিক টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ