রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৫:৪০
ব্রেকিং নিউজ

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

উত্তরণবার্তা প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবারও বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। ১০ জুলাই রোববার সকাল সাড়ে ৮টায় দরবার হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনের দরবার হলে ঈদের জামাতে অংশগ্রহণের পর সারা দিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন রাষ্ট্রপতি।

স্বাভাবিক সময়ে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে জনসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। করোনা সংক্রমণের কারণে রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২০ পরবর্তীসময়ে পাঁচটি ঈদের নামাজ দরবার হলে আদায় করেছেন। এর ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহার নামাজও বঙ্গভবনের দরবার হলে আদায় করবেন তিনি। অন্যদিকে, ঈদুল আজহা উপলক্ষে ৯ জুলাই শনিবার এক বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। নিম্ন আয়ের মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং ঈদ-উৎসবে শামিল হতে পারে, সে লক্ষ্যে তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ