রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:১১
ব্রেকিং নিউজ

ছাত্রীর শ্লীলতাহানি : শান্ত-মারিয়ামের প্রভাষক কারাগারে

ছাত্রীর শ্লীলতাহানি : শান্ত-মারিয়ামের প্রভাষক কারাগারে

উত্তরণবার্তা প্রতিবেদক : বারবিকিউ পার্টির নামে বাসায় ডেকে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির এক ছাত্রীর শ্লীলতাহানির মামলায় প্রতিষ্ঠানটির প্রভাষক অনিমেষ ভট্টাচার্যকে কারাগারে পাঠানো হয়েছে।৮ জুলাই শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে উত্তরা-পশ্চিম থানা পুলিশ অনিমেষ ভট্টাচার্যকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আসামির পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সাইফুর রহমান এসব তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টর থেকে অনিমেষ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে উত্তরা-পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, ছাত্রী তার অভিযোগে বলেছেন, গত ৬ জুলাই রাতে নাহিদুল ওই ছাত্রীকে নিজ বাসায় বারবিকিউ পার্টিতে আমন্ত্রণ জানান। পার্টিতে কে কে আছে, জানতে চাইলে নাহিদুল জানান, কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন। এত রাতে যাওয়া সম্ভব না বলে জানান ওই ছাত্রী। পরে নাহিদুলের জোরাজুরিতে রাজি হয়ে দুই ছোট ভাইকে নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরে যান তিনি। ‘স্যারের সঙ্গে দেখা করে চলে আসব’, বলে ছোট দুই ভাইকে নাহিদুলের বাসার নিচে অপেক্ষা করতে বলেন ওই ছাত্রী। নাহিদুলের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে অনিমেষ দরজা বন্ধ করে শ্লীলতাহানি করেন। সেখান থেকে পালিয়ে আসলে অনিমেষ ও নাহিদুল ওই ছাত্রীকে ফোন করে এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেন। ভুক্তভোগী ছাত্রী গতকাল রাতে অনিমেষ ও নাহিদুলের বিরুদ্ধে থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অনিমেষকে গ্রেপ্তার করে পুলিশ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK