সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৪৩
ব্রেকিং নিউজ

জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় : র‌্যাব ডিজি

জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়  : র‌্যাব ডিজি

উত্তরণবার্তা প্রতিবেদক : জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, “র‌্যাব সব সময় জঙ্গি ও সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে।” ১ জুলাই শুক্রবার গুলশানের হলি আর্টিজান হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‌্যাব ডিজি। হলি আর্টিজান হামলায় তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হন। তাদের স্মরণে গুলশান মডেল থানার সামনে দীপ্ত শপথ নামে এই দুই অফিসারের ভাস্কর্য বানানো হয়। প্রতি বছর হলি আর্টিজান হামলার বার্ষিকীতে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, “আজ থেকে ছয় বছর আগে ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে যে মর্মান্তিক ঘটনা ঘটে এতে তিন বাংলাদেশিসহ ২০ জন নিহত হন।

যারা মারা গিয়েছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা ও আত্মার শান্তি কামনা করছি। ঐ সময় দুই জন পুলিশ অফিসার বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন।”“র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল আজাদ সিলেটে জঙ্গিবাদ বিরোধী অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন। আমি তার রুহে আত্মতার মাগফেরাত কামনা করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি”, বলেন বাহিনীর মহাপরিচালক। ডিজি বলেন, “হলি আর্টিজান ঘটনার পর পর ১২ ঘণ্টার মধ্যে আমরা ঐ এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিই। অভিযান পরিচালনা করার মতো একটি পরিবেশ সৃষ্টি করি। হলি আর্টিজানের ঘটনা যেদিন সংঘটিত হয় সেদিন জঙ্গিরা অনলাইনে লাইভ করেছিল। তাদেরকেও আমরা চিহ্নিত করছি ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।”
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK