সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:১০
ব্রেকিং নিউজ

নাটোরে স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশু চুরি

নাটোরে স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশু চুরি

উত্তরণ বার্তা প্রতিবেদক : নাটোরে গুরুদাসপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা এক নারীর দুই মাস বয়সী কন্যা সন্তান চুরির ঘটনা ঘটেছে।বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ভিডিও ফুটেজে এক নারীকে ওই শিশুটিকে নিয়ে যেতে দেখেছে। তবে এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। চুরি যাওয়া শিশু তাইবার মা শিমা বেগমের বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাছপাড়া মহল্লায়। ওই এলাকার মো. তৌফিজ মোল্লার স্ত্রী তিনি। শিমা বেগম বলেন, ‘আমার তিন ছেলে-মেয়ে। দুই মাস আগে তাইবার জন্ম হয়। বুধবার ঠান্ডা জনিত রোগের চিকিৎসা নিতে মেয়েকে নিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আসি।

চিকিৎসা নেয়ার পর হাসপাতালের বাইরে এলে বাথরুম চাপে। সেসময় বাথরুমের বাইরে এক নারী আমার কাছ থেকে মেয়েকে নিয়ে বাথরুমে যেতে বলে।পাঁচ মিনিটের মধ‌্যে ফিরে এসে ওই নারীকে আর কোথাও খুঁজে পাইনি।’গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিসি ক্যামেরার আওতাভুক্ত। ইতোপূর্বে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আশা করি দ্রুত সময়ের মধ্যে শিশুসহ ওই নারীকে খুঁজে পাওয়া সম্ভব হবে।’ গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ভিডিও ফুটেজে অজ্ঞাত ওই নারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে।তিনি বলেন, ‘পুলিশ তার সন্ধানে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটকসহ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।’
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK