রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৩৫
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ১২ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে ১২ জন করোনায় আক্রান্ত


উত্তরণবার্তা প্রতিবেদক : চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন ১২ জন আক্রান্ত হয়েছে। সংক্রমণ হার ৪ দশমিক ১২ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, বেসরকারি ল্যাবরেটরির মধ্যে মাত্র ৬’টিতে গতকাল করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সর্বোচ্চ ১৬৯টি নমুনা পরীক্ষায় একটিতেও ভাইরাসের প্রমাণ মেলেনি। ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরন ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন করে পজিটিভ পাওয়া যায়। এখানে যথাক্রমে ২৭ ও ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। মেডিক্যাল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার ও  মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন করে শনাক্ত হয়। এ তিন ল্যাবে যথাক্রমে ১৫, ২৫ ও ২৭ জনের নমুনার ক্লিনিক্যাল টেস্ট হয়। আক্রান্ত ১২ জনই শহরের। ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, শেভরনে ১১ দশমিক ১১ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতালে ১০ দশমিক ৭১, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩ দশমিক ১৩, এপিক হেলথ কেয়ারে ৮, মেট্রোপলিটন হাসপাতালে ৭ দশমিক ৪১ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ০ শতাংশ।

এদিন, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, ল্যাব এইড, এভারকেয়ার হসপিটাল ল্যাব ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট করা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো হয়নি। গতকালের ১২ জনসহ জেলায় করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এখন ১ লাখ ২৬ হাজার ৭২৭ জনে। এদের মধ্যে শহরের ৯২ হাজার ১৮৪ ও গ্রামের ৩৪ হাজার ৫৪৩ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ