শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:১৬

এমবাপ্পের চুক্তি বাতিলের জন্য আদালতে যাচ্ছে লা লিগা

এমবাপ্পের চুক্তি বাতিলের জন্য আদালতে যাচ্ছে লা লিগা

উত্তরণবার্তা ডেস্ক : অনেক জল ঘোলা করে রিয়াল মাদ্রিদকে 'না' করে পিএসজিতেই থেকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে নতুন চুক্তি হওয়ার পরেও তাকে নিয়ে আলোচনা শেষ হয়নি। এমবাপ্পেকে ধরে রাখতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে পিএসজি। যা ফুটবলে 'ফিনান্সিয়াল ফেয়ার প্লে'র পরিপন্থী। যেকারণে পিএসজি এবং এমবাপ্পের চুক্তি বাতিল করতে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ লা লিগা।
 
এক সংবাদ সম্মেলনে লা লিগার প্রতিনিধি আইনজীবী হুয়ান ব্রাঙ্কো বলেন, 'পিএসজির অর্থনৈতিক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাতে আদালতে যেতে প্রস্তুত আমরা।' ব্রাঙ্কো বলেন, 'আমরা শুধু চাই আইনের সুষ্ঠু প্রয়োগ। স্পেনে ফেয়ার প্লে নিয়ম কড়াকড়ি ভাবেই মানা হয়। ইউরোপের বাকি দেশের ক্লাবগুলোরও এটার প্রতি পূর্ণ মর্যাদা রাখা উচিত। শুধু এমবাপ্পে নয় মেসির চুক্তিও খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন ব্রাঙ্কো। এমবাপের চুক্তির আগেও বিভিন্ন সময়ে 'ফিনান্সিয়াল ফেয়ার প্লে' ভঙ্গের অভিযোগ উঠেছিল পিএসজির বিরুদ্ধে। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা অবশ্য বরাবরই তা অস্বীকার করে আসছে।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ