শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৫৭

উন্মোচন হল কাতার বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার

উন্মোচন হল কাতার বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার

উত্তরণবার্তা ডেস্ক : কাতার বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার উন্মোচিত হলো। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ অনুষ্ঠানে উন্মোচিত করা হয় অফিসিয়াল পোস্টার। প্রথমবারের মতো একটি নয়, কয়েকটি সিরিজে টুর্নামেন্টের পোস্টার পূর্ণাঙ্গ রূপ পাবে। এর চিত্রকর কাতারের নারী চিত্রশিল্পী বুথায়না আল মুফতাহ।
 
প্রথম পোস্টে দেখানো হয়েছে দেশটির ঐতিহ্যবাহী মাথা ঢাকার কাপড় উদযাপনের ভঙ্গিমায় ছুড়ে দেওয়া হচ্ছে উপরে, যাতে প্রকাশ পেয়েছে কাতার ও আরব বিশ্বের ফুটবল উন্মাদনা। এই ধরনের সাতটি পোস্টারে দেখানো হয়েছে আরব বিশ্বের ফুটবলপ্রীতি এবং এটি যে পরিবারকে একত্রিত করে সেটাও বোঝানো হয়েছে। আল মুফতাহ বলেছেন, ‘বেশ কিছু স্মৃতির ধারণা ছিল আমার প্রধান অনুপ্রেরণা। আমার পোস্টার দিয়ে আমি কাতারের ফুটবল সংস্কৃতির গল্প বলতে চেয়েছি। কাতারে ফুটবলপ্রীতি ও উদযাপন দেখাতে চেয়েছি প্রত্যেক পোস্টারে। প্রথম পোস্টারে দেখাতে চেয়েছি ‘গুত্রা ও ইগাল’ উদযাপনের ভঙ্গিতে উড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা এখানকার ভক্তরা গোল হলে করে।’
উত্তরণবার্তা/এসএ
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ