শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:৪৮

দেশ প্রেম ও সততা থাকলে ষড়যন্ত্র করে কোন উন্নয়ন ঠেকানো যায় না : এনামুল হক শামীম

দেশ প্রেম ও সততা থাকলে ষড়যন্ত্র করে কোন উন্নয়ন ঠেকানো যায় না  :  এনামুল হক শামীম

উত্তরণবার্তা প্রতিবেদক : পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, দেশপ্রেম, সততা ও সৎ সাহস থাকলে ষড়যন্ত্র করে কোন উন্নয়ন ঠেকানো যায় না, পদ্মা সেতু তার প্রমাণ। তিনি বলেন, দেশি-বিদেশী একটি মহল ষড়যন্ত্র করে পদ্মা সেতু যাতে নির্মিত হতে না পারে, সেজন্য দুর্নীতির কাল্পনিক গল্প তৈরি করে মিথ্যা অপবাদ দিয়েছিল। কিন্তু সততার প্রতীক, বঙ্গবন্ধুর কন্যা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন না। পদ্মা সেতু শেখ হাসিনা সরকারের সক্ষমতার প্রতীক।এনামুল হক শামীম আজ  সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।এনামুল হক শামীম বলেন, দক্ষিণ এশিয়ার কোনো উন্নয়নশীল দেশের মানুষ নিজেদের উদ্যোগে এ রকম দৃষ্টিনন্দন ও টেকসই স্থাপনা নির্মাণ করতে পারবে, তা এক সময় বিশ্ব ভাবতেও পারতো না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য আত্মবিশ্বাস ও দূরদর্শী পরিকল্পনায় তা আজ বাস্তবে পরিণত হয়েছে।

শামীম বলেন, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রীর নির্দেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা দেশে তৈরি হচ্ছে। পদ্মা সেতু হচ্ছে আমাদের মডেল। ওপর দিয়ে আকাশপথে বিমান যাবে, পদ্মা সেতু দিয়ে গাড়ি যাবে, রেল যাবে, নিচ দিয়ে নৌকা যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এ ধরনের একটি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে।জনসভাস্থলে জনসমাগম কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস সারাদেশের মানুষের। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উৎসাহ ও আগ্রহটা বেশি। এজন্য শরীয়তপুর, মাদারিপুর, ফরিদপুর, বাগেহাট, গোপালগঞ্জ এলাকার যারা চলতে সক্ষম সেসব মানুষ জনসভায় অংশ নেবে। এ বিষয়ে তিনি আরো বলেন, এই জনসভায় অংশ নিতে যারা বিদেশে থাকেন, তারাও দেশে আসছেন। লাখ লাখ মানুষের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ