শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৪৮

টানা দ্বিতীয়বার এশিয়ান কাপে ভারত

টানা দ্বিতীয়বার এশিয়ান কাপে ভারত

উত্তরণবার্তা ডেস্ক : হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে নামার আগেই এশিয়ান কাপের টিকিট পেলো ভারত। ফিলিস্তিন ৪-০ গোলে ফিলিপাইনকে হারানোয় তারা উঠে গেছে মূল পর্বে। এই প্রথম টানা দ্বিতীয়বার এশিয়ান কাপে খেলতে যাচ্ছে ২০১৯ সালের প্রতিযোগিতায় অংশ নেওয়া ভারত। এনিয়ে পঞ্চমবার এই মঞ্চে খেলবে তারা।
 
ছয় পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় স্থানে ভারত (গোলপার্থক্যে হংকংয়ের পেছনে)। জিতলে গ্রুপসেরা হয়ে ২০২৩ সালের মূল পর্বে খেলবে সুনীল ছেত্রীর দল। তবে হারলে কিংবা ড্র করলেও সেরা পাঁচ দ্বিতীয় দলের একটি হয়ে তাদের এশিয়ান কাপ খেলা নিশ্চিত।ফিলিপাইন হেরে গিয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে তাদের গ্রুপের খেলা শেষ করেছে। ফিলিপিনদের চেয়ে পয়েন্ট বেশি হওয়ায় সেরা দ্বিতীয় দলের তালিকায় এগিয়ে ভারত।মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় ভারত কলকাতায় মুখোমুখি হবে হংকংয়ের। প্রথম ম্যাচে তারা কম্বোডিয়াকে ২-০ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে ইনজুরি টাইমের গোলে ২-১ এ আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল ভারত।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ