রবিবার, ২৩ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০৭:৪৬

ঝিনাইদহ পৌর নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন আওয়ামী লীগের খালেক

ঝিনাইদহ পৌর নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন আওয়ামী লীগের খালেক

উত্তরণবার্তা প্রতিবেদক : ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নির্বাচনী অপরাধে লিপ্ত থাকার অভিযোগে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আব্দুল খালেকের আনা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ প্রার্থিতা বাতিলের প্রজ্ঞাপন স্থগিত করেন এবং বিষয়টি নিয়ে রুল জারি করে আদেশ দেন। আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে ঝিনাইদহ পৌর নির্বাচনের ভোটগ্রহণ করার কথা রয়েছে।
 
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির, শাহ মঞ্জুরুল হক ও সাঈদ আহমেদ রাজা। ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী বলেন, আদালত স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন। ফলে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন করতে আর কোনো বাধা রইলো না।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK