শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০১

আজ আবার মাঠে নামছে ইতালি, প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি

আজ আবার মাঠে নামছে ইতালি, প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি

উত্তরণবার্তা ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপে খেলা না হচ্ছে ইতালির। কদিন আগে লন্ডনের ওয়েম্বেলিতে আর্জেন্টিনার কাছেও হেরেছে ফাইনালিসিমা’য়। এই হারের ক্ষত এখনো শুকায়নি।  এই পরিস্থিতেই ফের মাঠে নামতে হচ্ছে ইতালির।প্রতিপক্ষও বেশ শক্তিশালী, জার্মানি। ওয়েফা নেশনস লিগের ম্যাচে আজ দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে মুখোমুখি হচ্ছে দুদল।
  
ম্যাচটি হবে ইতালির ঘরের মাঠে। এই বিষয়টি স্বস্তি দিতে পারে আজ্জুরিদের। কেননা, ১৯৮৬ সালের ফেব্রুয়ারির পর থেকে নিজেদের মাটিতে জার্মানির কাছে হারেনি তারা। দুদলের মধ্যকার অতীত পরিসংখ্যানও ইতালির পক্ষেই। এখন পর্যন্ত ৩৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে ১৫টি ম্যাচেই জয়ী হয়েছে ইতালি। অন্যদিকে, জার্মানির জয় ৯টি। বাকি ১১টি ম্যাচ ড্র হয়েছে।
 
নেশন্স লিগে বেশ কজন নতুন খেলোয়াড় দলে এনেছেন ইতালির কোচ রবার্তো মানচিনি। ইনজুরির কারণে দলে নেই ফেদরিকো চিয়েসা, মার্কো ভেরাত্তি, ডমেনিকো বেরারর্দি, ময়েসে কিন, নিকোলো জানিলো ও আন্দ্রে পিনামোন্তিরা। দলে ডাক পাননি চিরো ইমোবিল। অন্যদিকে, অভিজ্ঞ মার্ক টার স্টেগান, জুলিয়ান ড্র্যাক্সলারের মতো তারকাদের ডাকেনি জার্মানি।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ