রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৪৫
ব্রেকিং নিউজ

দ.কোরিয়ায় আরও ১৫ হাজার ৭৯৭ জন কভিড আক্রান্ত

দ.কোরিয়ায় আরও ১৫ হাজার ৭৯৭ জন কভিড আক্রান্ত

উত্তরণবার্তা  ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৭৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট এক কোটি ৮১ লাখ ১৯ হাজার ৪১৫ জনে দাঁড়ালো। বুধবার স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার। কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, আগের দিনের তুলনায় মঙ্গলবার আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে দেখা যাচ্ছে। সোমবার সংক্রমণের সংখ্যা ছিল ১৭ হাজার ১৯১ জন। করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ফের বেড়ে যাওয়ার পর বর্তমানে প্রাত্যহিক সংক্রমণ হ্রাস পেতে শুরু করেছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে। মার্চের মাঝামাঝি সময় করোনাভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় বলে ধারণা করা হয়। ওই সময় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩২ হাজার ৮৬৫ জনে দাঁড়ায়। নতুন করে আক্রান্তের মধ্যে ৪৪ জন বিদেশ ফেরত ব্যক্তি রয়েছে।
 
আক্রান্তদের মধ্যে ১৮৮ জনের অবস্থা আশংকাজনক। আগের দিনের চেয়ে এ সংখ্যা আটজন বেশি। এদিকে দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২১ জন করোনাভাইরাসে মারা গেছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৪ হাজার ১৯৭ জনে দাঁড়ালো। সেখানে এ ভাইরাসে মৃত্যু হার ০.১৩। দক্ষিণ কোরিয়ায় দেশটির মোট জনসংখ্যার ৮৬.৯ শতাংশ করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছে। এদের মধ্যে ৬৪.৯ শতাংশ বুস্টার ডোজ গ্রহণ করেছে।
উত্তরণবার্তা/এআর 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ