শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০১

শিরোপা জিতেই রিয়ালের সঙ্গে মডরিচের চুক্তি নবায়ন

শিরোপা জিতেই রিয়ালের সঙ্গে মডরিচের চুক্তি নবায়ন

উত্তরণবার্তা ডেস্ক : রিয়াল মাদ্রিদকে আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন লুকা মডরিচ। ৩৬ বছর বয়সী তারকা মৌসুম জুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। রেকর্ড পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রিয়ালের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন তিনি। ত্রিশ বছরের পরে রিয়াল মাদ্রিদ সাধারণত কাউকে এক বছরের বেশি চুক্তি দেয় না। লিভারপুলের বিপক্ষে ফাইনালই ছিল রিয়ালে তার শেষ ম্যাচ। কিন্তু দুই পক্ষ আরও এক বছরের চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। নতুন চুক্তিতে তার বেতন বাড়ছেও না, কমছেও না। 
 
এর আগে সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছিল, দুই পক্ষের নতুন চুক্তি হতে যাচ্ছে। তিনি যে ফর্ম দেখিয়েছেন তাতে তাকে চুক্তি না দেওয়ার কারণ নেই। তবে মডরিচের হাতে অন্য ক্লাবে খেলার প্রস্তাব থাকলেও বিশ্বকাপের মৌসুম তিনি রিয়ালেই থাকতে চান। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে মডরিচকে তার নতুন চুক্তির ব্যাপারে প্রশ্ন করা হলে, তিনি মজা করে বলেছিলেন, ‘আমি এমবাপ্পের মতো করবো না। কথা দিয়ে অন্য কোথাও সই করবো না। কিংবা রিয়াল মাদ্রিদও আমার সঙ্গে তেমন কিছু করবে না।’
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ