শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৫৮
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জের মুকসুদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

গোপালগঞ্জের মুকসুদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার মুকসুদপুর উপজেলায় শনিবার জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুর ১২টায় টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতিকুর রহমান মিয়া, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপু বিশ্বাস প্রমুখ।  
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভন জানান, আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত মুকসুদপুর পৌরসভাসহ উপজেলার ১৬ ইউনিয়নে ৫১টি সেন্টারে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। 
উত্তরণবার্তা/এআর
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK