বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:১১

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা

উত্তরণ বার্তা প্রতিবেদক : দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। হাঁড় কাঁপানো শীতে কাপছে এখানকার মানুষ। আজ রোববার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে গত শনিবার এখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ থেকে তাপমাত্রা বাড়তে পারে বলছেন আবহাওয়াবিদরা।
 
সন্ধ্যা নামলেই শীতের তীব্রতা বাড়তে থাকে উত্তরের এই জনপদে। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে পুরো জেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই তেমন উত্তাপ। তীব্র শীতে বিপাকে রয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।  অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে ২১ হাজার ২০০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়েছে।
 
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK