শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:৫৬
ব্রেকিং নিউজ

এসবিএসি ব্যাংকের পরিচালক মোয়াজ্জেম কারাগারে

এসবিএসি ব্যাংকের পরিচালক মোয়াজ্জেম কারাগারে

উত্তরণবার্তা প্রতিবেদক : গ্রাহকদের ১২ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের মামলায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) পরিচালক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৬ মে বৃহস্পতিবার  ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৯ এপ্রিল মোয়াজ্জেম হোসেন উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করেন। আদালত জামিন না দিয়ে তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। গত মাসেই আত্মসমর্পণ করতে আসেন মোয়াজ্জেম হোসেন। কিন্তু, বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় সেদিন শুনানি হয়নি। এদিন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। দুদকের পক্ষে মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জুলফিকার এসব তথ্য জানিয়েছেন। গ্রাহকের ১২ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, পরিচালক ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেনসহ আট কর্মকর্তার বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় অভিযোগ করা হয়, এসবিএসি ব্যাংকের বিজয়নগর (তৎকালীন মতিঝিল) শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে যাচাই-বাছাই ছাড়াই রাফি-মাহি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় কর্তৃক ঋণ অনুমোদনের আগেই ১২ কোটি ১১ লাখ টাকা আত্মসাৎ করেন। পরে তা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করেন তারা। মামলার অপর আসামিরা হলেন—ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট শেখ সরফুদ্দিন, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রুমন-উল-ইসলাম, এক্সিকিউটিভ অফিসার ইশতিয়াক আহমেদ, ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার তানজির উদ্দিন চৌধুরী, সিনিয়র অফিসার তাসরিমা নাহিদ এবং রাফি-মাহি করপোরেশনের মালিক এ কে এম আসিফ উদ্দিন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK