বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:৫৬
ব্রেকিং নিউজ

৫০৬ রানে অলআউট শ্রীলংকা

৫০৬ রানে অলআউট শ্রীলংকা

উত্তরণবার্তা ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫০৬ রানে অলআউট হলো সফরকারী শ্রীলংকা। ফলে প্রথম ইনিংস থেকে ১৪১ রানের বড় লিড পেয়েছে লংকানরা। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিলো ৩৬৫ রান। এই ইনিংসে শ্রীলংকার পক্ষে দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত ১৪৫ ও দিনেশ চান্ডিমাল ১২৪ রান করেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৮২ রান করেছিলো শ্রীলংকা।

অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫৮ ও দিনেশ চান্ডিমাল ১০ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরির স্বাদ নেন ম্যাথুজ ও চান্ডিমাল। ম্যাথুজের ৩৪২ বলের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কা ছিলো। ২১৯ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কা মারেন চান্ডিমাল। বাংলাদেশের সাকিব আল হাসান ৯৬ রানে ৫ উইকেট নেন। এবাদত হোসেন ১৪৮ রানে ৪টি উইকেট নেন।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK