মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:২৭

পূর্ব ভূমধ্যসাগর থেকে তুর্কি সেনা প্রত্যাহার চান পম্পেও

পূর্ব ভূমধ্যসাগর থেকে তুর্কি সেনা প্রত্যাহার চান পম্পেও

কাতারের মধ্যস্ততায় তালেবান ও আফগান সরকারের শান্তি আলোচনায় উপস্থিত হতে দোহা সফর করছেন পম্পেও। এসময় তিনি জানান, তার সাইপ্রাস সফরের উদ্দেশ্য হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও গ্রিস প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোটাকিসের যোগাযোগ সম্পূর্ণ করা।
 
সাংবাদিকদের পম্পেও বলেন, গ্রিস ও তুরস্কের মধ্যকার বিরোধ শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে সমাধান হওয়া উচিত।
 
পম্পেও উত্তেজনা নিরসনে জার্মানির ভূমিকা তুলে ধরেন এবং ফ্রান্স যে গ্রিস ও সাইপ্রাসকে সমর্থন করছে তা জানান। তিনি বলেন, আমরা আশা করি সত্যিকার আলোচনা হবে এবং আমরা আশা করি সেনা প্রত্যাহার করা হবে যাতে করে এই আলোচনা হতে পারে।
 

  মন্তব্য করুন
     FACEBOOK