রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:৫৪
ব্রেকিং নিউজ

কুমিল্লায় বুদ্ধ পূর্ণিমা পালন

কুমিল্লায় বুদ্ধ পূর্ণিমা পালন

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় আজ বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করা হয়। এ স্মৃতি বিজড়িত দিবসটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অতীব পবিত্র দিন। বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় কুমিল্লাও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিবসটি পালন করা হয়। কুমিল্লা বৌদ্ধ সমিতির সহ-সভাপতি বাবু ফনি ভূষন সিংহ বলেন, কুমিল্লার বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। সকালে বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সমবেত প্রার্থনা ও পিন্ডদান এবং বিকোল প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। 
 
করোনা মহামারী মুক্ত বিশ্বশান্তি ও সমৃদ্ধি কামনা প্রার্থনা করা হয়। শহরের ঠাকুরপাড়াস্থ কনক¯তূপ বৌদ্ধ বিহার, কুমিল্লা ইপিজেড সার্বজনীন বৌদ্ধ বিহার, বৌদ্ধপাড়াস্থ নবশালবন বিহার এবং আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহার, বরইগাও কনকচৈত্য  বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানাদি করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK