শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৫৩
ব্রেকিং নিউজ

তুরস্কের আনাদলুজেট : যাত্রীদের মোবাইলে বিমান দুর্ঘটনার ছবি, উড্ডয়ন বাতিল

তুরস্কের আনাদলুজেট : যাত্রীদের মোবাইলে বিমান দুর্ঘটনার ছবি,  উড্ডয়ন বাতিল

উত্তরণবার্তা ডেস্ক : যাত্রীদের মোবাইলে বিমান দুর্ঘটনার ছবি আসার ঘটনায় ইসরায়েলের একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন বাতিল করেছে তুরস্কের আনাদলুজেট। ইসরায়েলের এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি যখন বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য চলা শুরু করে, ঠিক তখন যাত্রীদের মোবাইলে দুর্ঘটনার ছবি আসে। এ ঘটনায় বিমানটির যাত্রী এবং ক্রুদের সরিয়ে নেয়া হয়। পরে তাদের লাগেজ পুনরায় পরীক্ষা করা হয়। ইসরায়েলের বেশ কয়েকজন তরুণকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। সব কিছু বিবেচনার পর পাঁচ ঘণ্টা দেরিতে বিমানটি ছেড়ে যায়।
 
বিবিসি জানিয়েছে, আনাদলুজেট বোয়িং ৭৩৭ নামক বিমানটিতে ১৬০ জন যাত্রী ছিল। উড্ডয়নের সময় বেশ কয়েকজন যাত্রী জানান, তাদের মোবাইলে বিমান দুর্ঘটনার ছবি পাঠানো হয়েছে। বিষয়টি জানতে পেরে বিমানের পাইলট তৎক্ষণাৎ উড্ডয়ন বাতিল করেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন থেকে এয়ারড্রপ ব্যবহার করে ছবি পাঠানো হয়েছে যাত্রীদের মোবাইলে। স্বল্প দূরত্ব থেকে এটি করা হয়েছে। যাত্রীদের মধ্যে যাদের আইফোন রয়েছে, কেবল তাদের কাছেই ছবিগুলো পাঠানো হয়েছে। তুর্কি বিমান ২০০৯ সালে নেদারল্যান্ড এবং ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার শিকার হওয়ার ছবি পাঠানো হয়েছে।
সূত্র: বিবিসি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK