শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:১১
ব্রেকিং নিউজ

এএফসি কাপে কিংসের হয়ে খেলতে পারবেন কিংসলে

এএফসি কাপে কিংসের হয়ে খেলতে পারবেন কিংসলে

উত্তরণবার্তা ডেস্ক : আগামী ১৮ থেকে ২৪ মে ভারতের কলকাতায় অনুষ্ঠিত হবে এএফসি কাপের গ্রুপ ‌'ডি' এর খেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস অংশ নেবে এই গ্রুপে। কিংসের জন্য ভালো খবর হলো, এলিটা কিংসলে বাংলাদেশের খেলোয়াড় হিসেবে খেলতে পারবেন এএফসি কাপে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। তবে কিংসলে জাতীয় হয়ে খেলতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
 
গতবছরের মার্চে নাগরিকত্ব পেলেও বাংলাদেশের নাগরিক হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র মিলছিল না কিংসলের। অবশেষে মিলেছে ছাড়পত্র। এশিয়ান ফুটবল কনফেডারেশন্স (এএফসি) থেকে জানানো হয়েছে, বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপে খেলতে পারবেন তিনি। এরইমধ্যে এএফসি কাপের জন্য এলিটা কিংসলের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বসুন্ধরা কিংস। আগামী ১৮ই মে শুরু হয়ে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ২৪ মে। উদ্বোধনী দিনেই মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। কিংসের দ্বিতীয় ম্যাচ ২১ মে, মুখোমুখি হবে কলকাতার এটিকে মোহনবাগানের বিপক্ষে। শেষ ম্যাচ ২৪মে, প্রতিপক্ষ ভারতের গোকুলাম কেরালা।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK