শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:৪৫
ব্রেকিং নিউজ

রাশিয়ার জাহাজ ডুবিয়ে দেয়ার দাবি ইউক্রেনের

রাশিয়ার জাহাজ ডুবিয়ে দেয়ার দাবি ইউক্রেনের

উত্তরণবার্তা ডেস্ক : কৃষ্ণসাগরে ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার আরও একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্নেক আইল্যান্ডে নোঙর করা একটি জাহাজে বের‍্যাক্টার ড্রোনের হামলা করা হয়েছে। এই দ্বীপের কাছে আগামী ৯ মে রুশ বাহিনীর ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা এপি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেছে, স্নেক আইল্যান্ডে রুশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর সেখানে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। জাহাজে আগুন জ্বলার ছবিও দেখা গেছে। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে। খুব শিগগির ইউক্রেনের সেনারা রুশ বাহিনীকে খারকিভ শহরের বাইরে তাড়িয়ে দিতে সক্ষম হবে বলে মনে হচ্ছে।
 
এদিকে ইউক্রেনের স্থানীয় গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, শনিবার সকালে ওদেশায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, ‘ইউক্রেনের আরসিজ শহরে বিমান থেকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা। ’ তবে এতে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, রাশিয়ার সবচেয়ে উন্নত ট্যাংক ‘টি-৯০ এম’ ধ্বংস করে দিয়েছে ইউক্রেন।  
সুত্র : খবর দ্য গার্ডিয়ান ও এপি।
উত্তরণবার্তা/এআর 

  মন্তব্য করুন
     FACEBOOK