শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:১৪

ইউক্রেনকে আরও ১৫০ মিলিয়ন ডলার অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে আরও ১৫০ মিলিয়ন ডলার অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের

উত্তরণবার্তা  ডেস্ক : ইউক্রেনে ১৫০ মিলিয়ন ডলার সমমূল্যের আরও অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তিন দশমিক আট বিলিয়ন ডলারের বেশি এমন সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন। ৭ মে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানিয়েছেন, অস্ত্র সহায়তার প্যাকেজটিতে প্রতিরক্ষা বিভাগের তালিকার অতিরিক্ত অস্ত্র এবং সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। অ্যান্টনি ব্লিঙ্কেন আরো বলেন, আমরা ইউক্রেনকে তাদের দেশ এবং তাদের সহ নাগরিকদের কার্যকরভাবে স্বাধীনতা রক্ষার জন্য অস্ত্র সরবরাহ চালিয়ে যাবো।

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। শনিবার রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা ব্যাচেস্লাভ ভোলোদিন এ অভিযোগ করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। রুশ আক্রমণ প্রতিহত করতে ওয়াশিংটন এবং ট্রান্সআটলান্টিক ন্যাটো জোটের ইউরোপীয় সদস্যরা কিয়েভকে ভারী অস্ত্র সরবরাহ করছে।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK