শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:৪৭
ব্রেকিং নিউজ

অবশেষে চেলসি কিনে নিলেন মার্কিন ব্যবসায়ী

অবশেষে চেলসি কিনে নিলেন মার্কিন ব্যবসায়ী

উত্তরণবার্তা ডেস্ক : ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাবটি কিনতে লড়াইয়ে নেমেছিলেন টেনিস সুপারস্টা সেরেনা উইলিয়ামস থেকে শুরু করে লুইস হ্যামিল্টন। কিন্তু তাদের হারিয়ে ব্রিটিশ ফুটবল ক্লাব কিনে নিলেন আমেরিকার ব্যবসায়ী টড বোয়েলির মালিকানাধীন এক সংস্থা। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৩ বিলিয়ন ডলারের বিনিময়ে টড চেলসি কিনছেন বলে জানা গেছে। কিছুদিন আগে চেলসির মালিকানা কিনতে দরপত্র আহবান করা হয়েছিল। সেখানে দরপত্র জমা দেন ব্রিটিশ ব্যবসায়ী মার্টিন ব্রঘটন, সেরেনা ও হ্যামিল্টন। লিভারপুলের সাবেক চেয়্যারম্যান ব্রঘটনের সঙ্গে যৌথভাবে চেলসি কেনার দৌড়ে ছিলেন বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সভাপতি সেবাস্তিয়ান কো, ব্রিটেনের বিশিষ্ট নির্মাণকারী সংস্থা নিক ক্যান্ডি, আমেরিকার বেসবল ক্লাব শিকাগোর কর্ণধার রিকেটস পরিবার, দক্ষিণ কোরিয়ার সংস্থা হানা গোষ্ঠী এবং সি অ্যান্ড পি স্পোর্টস লিমিটেড।
 
সবাইকে হারিয়ে চেলসির মালিক হয়ে যান টড। তিনি একজন বড় মাপের বিনিয়োগকারী। আমেরিকার বেসবল দল লস অ্যাঞ্জেলস ডজার্সেরও অন্যতম মালিক তিনি।  চেলসি কেনার জন্য বেশ কিছু দিন ধরেই দুই পক্ষের কথাবার্তা চলছিল। খেলার সঙ্গে যুক্ত কোনো ক্লাব কেনার জন্য রেকর্ড অর্থ খরচ করছেন টড। উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পরেই চেলসির ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার ধনকুবের আব্রামোভিচকে। অভিযোগ উঠেছিল যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নাকি আব্রামোভিচের ভালো সম্পর্ক। সেই কারণে তাকে ব্রিটেনে নিষিদ্ধ করা হয়। আব্রামোভিচের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় ব্রিটিশ সরকার। চেলসির ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিজ করে নেওয়া হয়। শুধু কর্মীদের বেতন আর ম্যাচ আয়োজনে নির্ধারিত পরিমাণ অর্থ ব্যয়ের অনুমতি ছিল। এতদিন কোনো নতুন ফুটবলারও কিনতে পারেনি চেলসি। এবার ক্লাব বিক্রির টাকা আব্রামোভিচ পাবেন না। সেটা ইউক্রেনের যুদ্ধবিধ্বস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK