সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:২৯
ব্রেকিং নিউজ

মায়া ছেড়ে ইট-পাথরের শহরে ফিরতে শুরু করেছে মানুষ

মায়া ছেড়ে ইট-পাথরের শহরে ফিরতে শুরু করেছে মানুষ

উত্তরণবার্তা প্রতিবেদক : ঈদের ছুটিতে বাড়ি গেলে ঢাকা আসতে আর মন চায় না দশম শ্রেণির ছাত্র মনির হোসেন মিন্টুর। দাদা-দাদিসহ  স্বজনদের ছেড়ে আসতে মন কাঁদে।  গ্রামের সুন্দর হাওয়া ও সবুজের মায়া তাকে ইট পাথরের শহরের আসতে নিরুৎসাহিত করে। কিন্তু তারপরও প্রয়োজনে তাকে ঢাকা আসতেই হলো। ৫ মে বৃহস্পতিবার রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে দেখা হয় মনির হোসেন মিন্টুর সঙ্গে।  ঈদের দুদিন পর ঢাকা ফিরেছেন মিন্টু।  শুধু মিন্টু নয়, প্রয়োজনের তাগিদে সব মায়া একপাশে রেখে কর্মমুখী মানুষ ফিরছে তার চিরচেনা শহরে। একটি কোম্পানিতে কাজ করেন আমিনুল ইসলাম। খুলনার গ্রামের বাড়ি থেকে ঈদ শেষে আজই ফিরেছেন ঢাকায়।  তিনি বলেন, ‘আমিসহ অনেকেই ঢাকায় জীবিকার প্রয়োজনে থাকি, সময়ের সঙ্গে তাল মেলাতে আমরা বাধ্য থাকি। সেজন্য ইচ্ছে না থাকলেও সময়মতো আসতে হয়। তিনি বলেন, কর্মজীবনে চাইলেও মনকে প্রধান্য দেয়া যায় না। অল্প সময়ের জন্য হলেও পরিবারের সদস্যদের কাছে থাকতে পারা অনেক আনন্দের। এজন্যই দুদিন পর ফিরে আসতে হবে জেনেও শত কষ্ট করে সংগ্রাম করে ফিরে যাই প্রিয় গ্রামে।
 
ঈদের ছুটি শেষে  আজ বৃহস্পতিবার ছিল  প্রথম কর্মদিবস।  যারা একান্তই ছুটি নিয়ে যাননি তারাই ফিরে আসছেন। আর যাদের বাড়তি ছুটি রয়েছে তারা ফিরবেন আগামি শুক্র, শনিবার-এমনটাই জানালেন সংশ্লিষ্টরা।ফুলবাড়িয়া বাস টার্মিনালের ইমাদ পরিবহনের ম্যানেজার ফখরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ঈদ শেষে ফিরে আসা যাত্রীদের যে হার দেখা যাচ্ছে সেটি বেশি না। সম্ভবত শুক্রবার ও শনিবার ঢাকামুখী মানুষের চাপ লক্ষ্য করা যাবে। তিনি জানান, প্রতি বছরই ঈদের একদিন পর বা দুদিন পরও অনেকে ঢাকা ছাড়েন। এবারও ব্যতিক্রম হয়নি। ঈদের পর এই হার মোটামুটি ব্যবসায়িক দিক থেকে সন্তোষজনক ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ