শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৫৬

হাতে আর্মব্যান্ড, মেসি বার্সেলোনার প্রথম ম্যাচেই

হাতে আর্মব্যান্ড, মেসি বার্সেলোনার প্রথম ম্যাচেই

 মেসির জন্য এটি যদি হয় ভালো খবর, খানিক পরে তার মনটা আরও ভালো করে দিয়েছেন নতুন কোচ। রোনাল্ড কোম্যান সরাসরি মেসিকে বলেছেন, বার্সেলোনায় তারা থেকে যাওয়াটা ‘অসাধারণ’ ব্যাপার। বার্সেলোনার প্রাক্তনী এই ডাচ কোচ আর্জেন্টাইন মহাতারকাকে এদিন বিস্ময় উপহার দিয়েছেন আরও।  জিমন্যাস্টিক ডি তেরাগোনার বিপক্ষে মৌসুমসূচক প্রীতি ম্যাচে খেলতে বলেন তাকে এবং অধিনায়কের আর্মব্যান্ড পরে!
 
ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ম্যাচটি মেসি খেলেছেন, বার্সেলোনা জিতেছে ৩-১ গোলে। কোম্যান-অধ্যায় শুরু হলো জয়ে। বার্সেলোনার হয়ে গোল করেছেন ওসমান ডেম্বেলে, আন্তোয়ান গ্রিজমান ও ফিলিপ্পে কুতিনিয়ো। শেষের দুজন গোল করেছেন পেনাল্টি থেকে। তাতে অবশ্য স্পেনের অন্যতম প্রাচীন দলটির বিপক্ষে (এখন দ্বিতীয় বিভাগে খেলে) জয়টা ম্লান হয় না।
 
খেলার মধ্যে সবচেয়ে ভালো খবর দীর্ঘ হ্যামস্ট্রিং চোটের পর ডেম্বেলের দুর্দান্তভাবে ফিরে আসা। ছয় মিনিটে দারুণ এক গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। আক্রমণে তেমন ভূমিকা না থাকলেও ১৭ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন আন্তোয়ান গ্রিজমান। ৩০ মিনিটে জিমন্যাস্টিকের হয়ে ব্যবধান কমান জাভি বোনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে কুতিনিয়োর পেনাল্টি গোলে ৩-১ করে বার্সেলোনা।
 
দুই অর্ধে বার্সেলোনা খেলেছে দুই ছকে। মেসি প্রথমার্ধে খেলেছেন ৪-২-৩-১ ছকের অ্যাটাকিং ‘হোলে’, বুসকেটস ও কার্লেস আলেনিয়া ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার।
 
দ্বিতীয়ার্ধে দৃষ্টি কেড়েছেন কুতিনিয়ো, সঙ্গে ইতিবাচক উপস্থিতি ছিল পর্তুগিজ ফরোয়ার্ড ত্রিঙ্কাওয়ের। দৃষ্টি কেড়েছেন ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটও, তবে তা তিনটি গোলের সুযোগ নষ্ট করে!
 
বুধবার বার্সেলোনার পরের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ জিরোনা।  
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ