মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০০:৪৬

১৭ ডিসেম্বর: হাসুন প্রাণ খুলে

১৭ ডিসেম্বর: হাসুন প্রাণ খুলে

উত্তরণ বার্তা ডেস্ক : ১৭ ডিসেম্বর ২০২০.

* জোকস-১
বল্টু: বাবা, আমি ১২ ক্লাস পাশ করছি।  এবার আমি ডাক্তারি পড়ে করোনাভাইরাসের টিকা আবিস্কার করব।

বাবা: লজ্জা করে না তোর? যেই করোনার জন্য বিনা পরীক্ষায় পাস করলি (অটোপাস) সেই করোনার ওষুধ বানাতে! ভাইরাসটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি?

* জোকস-২

এক যাত্রী ট্রেনের অ্যাটেন্ডেন্ট কালুকে ১০০ টাকা দিয়ে বললেন-
যাত্রী: আরেকটু বরফ আনো তো, লাস্ট পেগটা মারি।
কালু: আর তো বরফ পাওয়া যাবে না স্যার।
যাত্রী: কেন?
কালু: ডেডবডি আগের স্টেশনে নামিয়ে নিয়ে গেল যে।

* জোকস-৩

সলিম মিয়ার মুলা ক্ষেত পোকায় খেয়ে শেষ করে দিচ্ছে। তাই সে গেল কৃষি বিশেষজ্ঞের কাছে-
সলিম: স্যার, আমার মুলা ক্ষেত তো পোকায় খেয়ে শেষ করে দিলো। এখন কী করি?
বিশেষজ্ঞ: আপনি এক কাজ করুন, পুরো ক্ষেতে লবণ ছিটিয়ে দিন।
সলিম: আহা! কী পরামর্শ? নুন ছাড়াই খেয়ে শেষ করে ফেলছে, আবার নুন দিলে তো কথাই নেই।

* জোকস-৪

একজন মুদির দোকানে গেছেন চিনি কিনতে। দোকানদার প্যাকেট করতে যাচ্ছিলেন এমন সময়-
ক্রেতা: সে-কি! আমি তো আপনাকে চিনি দিতে বলেছি। আপনি আমাকে লবণ দিচ্ছেন কেন?
বিক্রেতা: কই! আমি তো আপনাকে চিনিই দিচ্ছি।
ক্রেতা: তাহলে বস্তার গায়ে ‘লবণ’ লেখা রয়েছে কেন?
বিক্রেতা: যাতে পিঁপড়ারা বুঝতে না পারে!

উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ