শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:৪৮
ব্রেকিং নিউজ

আজ ঘরের মাঠে ড্র করলেই লা লিগা রিয়াল মাদ্রিদের

আজ ঘরের মাঠে ড্র করলেই লা লিগা রিয়াল মাদ্রিদের

উত্তরণবার্তা ডেস্ক : লা লিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে হার এড়াতে পারলেই রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে। ৩৫তম লা লিগা শিরোপার জন্য বেনজামা, ক্রস, ভিনিসিয়াসদের একটি ড্র-ই যথেষ্ট। লা লিগা জিতেই চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে আতিথেয়তা দিতে চায় রিয়াল মাদ্রিদ।
 
৩৩ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন টপ অব দ্য টেবিলে। দুইয়ে থাকা সেভিয়ার থেকে ১৫ পয়েন্ট এগিয়ে লা লিগার ইতিহাসের সেরা ক্লাবটি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে তারা এগিয়ে ১৬ পয়েন্টে। গত নভেম্বরে তারা শীর্ষস্থান দখল করে। এরপর তাদেরকে কেউ আর সরাতে পারেনি। শনিবারই শিরোপা জিততে বদ্ধপরিকর রিয়াল মাদ্রিদের বস আনচেলত্তি,‘আমরা শিরোপা খুব কাছে। সিটির ম্যাচের পর খেলোয়াড়রা প্রত্যেকে আজকের ম্যাচ নিয়ে কথা বলছিল। আজ আমাদের একটি ম্যাচ পয়েন্ট পেলেই হবে। জেনে থাকবেন, টেনিস খেলোয়াড়রা ম্যাচ পয়েন্ট পেলে ম্যাচটাও জিতে যায়।’
 
তবে এই ম্যাচে রিয়াল সেরা দল নিয়ে মাঠে নামবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের আগে করিম বেনজামা, লুকা মড্রিচ, ভিনিসিয়াস জুনিয়রকে বিশ্রামে রাখতে পারেন আনচেলত্তি। ডেভিড আলভা ইনজুরিতে ভুগছেন। তাকেও আজ দেখা যাবে না। গত অক্টোবরে দুই দলের প্রথম দেখায় রিয়ালকে নিজেদের মাটিতে ২-১ গোলে হারিয়েছিল এস্পানিওল। আজ নিজেদের মাটিতে মধুর প্রতিশোধ নিয়ে শিরোপা উৎসব করতে চায় রিয়াল। ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাবের সাফল্য মানেই সিবেসেল স্কয়ারে সমর্থকদের উল্লাস। কোভিডের কারণে ২০১৯-২০ মৌসুমে উৎসব করতে পারেননি সমর্থকরা। আজ কোনো বাধা নেই। মাঠে নেমে ড্র করলেই শিরোপা উৎসবে মাতবেন বেনজামারা। 
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK