মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:৩৮
ব্রেকিং নিউজ

শহীদ মিনারে মুহিতের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

শহীদ মিনারে মুহিতের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

উত্তরণবার্তা ডেস্ক : কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানানো শেষে দাফনের জন্য মরদেহ নেওয়া হবে তাঁর জন্মস্থান সিলেটে। আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সেখানে নেয়া হয়। শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ নেয়া হয়, সেখানে মুহিতের জানাজা অনুষ্ঠিত হয়।
 
এর আগে গুলশানের আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার শোক প্রকাশ করেছে।
 
মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি জানান, সাবেক অর্থমন্ত্রী মুহিত লিভার ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও মুহিতের মৃত্যুতে আরও অনেকেই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ