সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:২৬
ব্রেকিং নিউজ

শীতের রেসিপি: যেভাবে বানাবেন সুস্বাদু পাকন পিঠা

শীতের রেসিপি: যেভাবে বানাবেন  সুস্বাদু পাকন পিঠা

উত্তরণ বার্তা লাইফস্টাইল ডেস্ক : শীত মানেই ঘরে ঘরে পিঠাপুলির উৎসব।  এ সময় গ্রামের বাড়িতে পিঠা তৈরি ধুম পড়ে। তবে শহরেও মানুষের কাছেও পিঠার চাহিদা কম নয়।

শীতের বিভিন্ন ধরনের পিঠার মধ্যে পাকান পিঠা অন্যতম।  সুস্বাদু এই পিঠা তৈরি করতে পারেন ঘরেই।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন রসে ভেজা সুস্বাদু পাকান পিঠা।  

উপকরণ

ময়দা- ২ কাপ, দুধ- ২ কাপ, লবণ- ১ চা চামচ, ডিমের কুসুম- ১টি, বিস্কুটের গুঁড়া- ২ টেবিল চামচ, ঘি- ২ টেবিল চামচ।

সিরার জন্য

চিনি- ২ কাপ, পানি- ৩ কাপ, সবুজ এলাচ- ৩টি।

প্রণালি

একটি পাত্রে দুধ, ঘি ও লবণ দিয়ে বলক এলে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে একদম অল্প আঁচে ৫ মিনিট রাখুন। সসপ্যানে খামির নিয়ে একটু ঠান্ডা করে হাতে ঘি মাখিয়ে ভালো করে মথুন।

খামির অন্তত ১০ মিনিট মথতে হবে। ডিম ও বিস্কুটের গুড়ো দিয়ে আরও কিছু সময় মথতে হবে।

এবার গোল বা ডিমের আকৃতি করে পিঠার ছাঁচ বা চামচ দিয়ে ডিজাইন করে ডুবো তেলে অল্প তাপে বাদামি করে ভাজুন। ঠাণ্ডা হতে দিন। একটি পাত্রে পানি, চিনি ও এলাচ দিয়ে সিরা ৫ মিনিট ফুটিয়ে নিন।

একটি ছড়ানো পাত্রে সিরা হাল্কা গরম থাকা অবস্থায় পিঠা সিরায় দিয়ে ৪-৫ ঘণ্টা রেখে দিন। পিঠা যেন একটার সাথে আরেকটা লেগে না যায় কারণ সিরায় ভিজে এটা ফুলে বড় হবে।

উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK