রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৪১
ব্রেকিং নিউজ

গাবতলীতে ঘরমুখো যাত্রীদের ঢল

গাবতলীতে ঘরমুখো যাত্রীদের ঢল

উত্তরণবার্তা  প্রতিবেদক :  দেশে সরকারি ছুটি শুরু হয়েছে আজ থেকে। আর তাই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল এলাকায় মানুষের ঢল নেমেছে। যে যেভাবে পারছেন সেভাবেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ছুটে যাচ্ছেন। ২৯ এপ্রিল শুক্রবার সকালে রাজধানীর টেকনিক্যাল, কল্যাণপুর ও বৃহৎ বাস টার্মিনাল গাবতলি এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। করোনার কারণে গত দুই বছর মানুষ ভালোভাবে ঈদ কাটাতে পারেনি। তাই এবার মহাসড়কগুলোতে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। শুক্রবার ভোর থেকেই গাবতলীতে মানুষের প্রচণ্ড ভিড় দেখা গেছে। এছাড়াও ঢাকা থেকে বিভিন্ন সড়কে মানুষের ভিড় দেখা গেছে। সচল রয়েছে সব ধরনের যানবাহন। যে যেভাবে পারছেন বাড়িমুখে রওনা দিচ্ছেন।সকালে দেখা যায়, রাজধানীর গাবতলীজুড়েই মানুষের ঢল। বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রী থাকলেও বাস কাউন্টারের কর্মচারীরা বলছেন, যাত্রী অনেক কম। আবার কারও টিকিট বিক্রি সব শেষ। লোকাল বাসগুলো সুযোগ বুঝে বাড়তি যাত্রীবোঝাই করে ছেড়ে যাচ্ছে।

অন্যদিকে যাত্রীদের কাছে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। বাসের কোন সিডিউল বিপর্যয় হচ্ছে কিনা জানতে চাইলে সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার মো মাইনুল জানান, না আমাদের বাসে এখনো কোন সিডিউল বিপর্যয় হচ্ছে না। ফেরিঘাটে তেমন জ্যাম নেই। ঠিক সময়েই বাস আসছে। তবে কাল (শনিবার) থেকে একটু চাপ হতে পারে। এদিকে গাবতলী বাস টার্মিনাল পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টিতে রয়েছেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্যে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ