শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:৪৮
ব্রেকিং নিউজ

চ্যাম্পিয়নস লিগে আজ লিভারপুল-ভিয়ারিয়াল মুখোমুখি

চ্যাম্পিয়নস লিগে আজ লিভারপুল-ভিয়ারিয়াল মুখোমুখি

উত্তরণবার্তা ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ লিভারপুল ও ভিয়ারিয়াল মুখোমুখি। লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে বাংলাদেশ আজ (মঙ্গলবার) দিবা সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।  চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘এফ’-এ রানার্স আপ হয়েছিল ভিয়ারিয়াল। তবে চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড যেখানে গোল করেছিল ১১টি, সেখানে তাদের গোল ১২টি।
 
শেষ ষোলোর দ্বিতীয় লেগে জুভেন্টাসকে বিধ্বস্ত করেছে ৩-০ গোলে। এরপর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ১-০তে হারালেও গোল মিস করেছে অন্তত চারটি! গোল করার ধারাটা একই রকম লা লিগায়। পয়েন্ট টেবিলের তিনে থাকা সেভিয়ার গোল যেখানে ৪৯টি, সেখানে সাতে নেমে যাওয়া ভিয়ারিয়ালের লক্ষ্যভেদ ৫৩টি।  
ভিয়ারিয়ালকে সমীহই করছেন লিভারপুল তারকা ভার্জিল ফন ডাইক, ‘ওরা জুভেন্টাস আর বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। এককথায় ভয়ংকর দল ভিয়ারিয়াল। ’
 
এদিকে ইংল্যান্ডের প্রথম দল হিসেবে এক মৌসুমে চার শিরোপার স্বপ্ন দেখছে লিভারপুল। লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে এরই মধ্যে। ২০১২ সালের পর পৌঁছেছে এফএ কাপ ফাইনালে। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে পিছিয়ে সামান্য ব্যবধানে। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ঐতিহ্যবাহী দলকে লিগে প্রথম দেখায় ৫-০ গোলে হারানোর পর গত সপ্তাহেও বিধ্বস্ত করেছে ৪-০ গোলে। এমন দাপুটে ফুটবল খেলা লিভারপুল ২০১৮-১৯ মৌসুমের পর চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নও দেখছে এখন। সাদিও মানে, মো. সালাহ, রবার্তো ফিরমিনোরা গ্রুপ পর্বে করেছিলেন ১৭ গোল। শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে ইন্টারমিলানকে ৩-০ আর কোয়ার্টার ফাইনালে বেনফিকাকে হারিয়েছে ৬-৪ ব্যবধানে।
 
এমন বিধ্বংসী ছন্দে থাকলেও উনাই এমেরির ভিয়ারিয়াল নিয়ে সতর্ক ইয়ুর্গেন ক্লপ। কারণ এমেরির সেভিয়ার কাছে ২০১৬ সালের ইউরোপা ফাইনালে হেরেছিল ক্লপের লিভারপুল। এরপর এমেরি আর্সেনালের দায়িত্বে থাকার সময় ক্লপের সঙ্গে দেখা হয়েছে আরো চারবার। সর্বশেষ ম্যাচে লিগ কাপে ৫-৫ গোলের রোমাঞ্চকর ড্র করেছিল দুই দল। আজও কি অপেক্ষা করছে এমন কিছু? 
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK