রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৩৫
ব্রেকিং নিউজ

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

উত্তরণবার্তা ডেস্ক : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‌‘Moscow State University of Civil Engineering’ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষাবিষয়ক সেমিনার হয়েছে। ২৪ এপ্রিল রোববার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে সেমিনার হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, বক্তা ছিলেন Mr. Stephen shevdov, Head of International Cooperation Development, MGSU এবং অনুষ্ঠানের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ পারভেজ। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন পবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী। এরপর উপস্থিত বিভিন্ন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীদের পরিচয় পর্ব হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড. এস.এম তাওহিদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ড. অলি রায় চৌধুরী, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের সহকারী অধ্যাপক আবুবকর সিদ্দিক এবং সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সহযোগী অধ্যাপক  ড. রমন কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক পাপড়ি হাজরা, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক হমুদুল হাসান, সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানের মূল বক্তা Mr. Stephen Shevdov বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বিষয় উপস্থাপন করেন। শেষে প্রশ্নোত্তর পর্ব হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে BECK প্রজেক্ট কারিগরি সহায়তা প্রদান করে।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK