বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৪৮

মেসিকে শুভেচ্ছা বার্তায় নেইমার, বন্ধু আমাদের আবার দেখা হবে

মেসিকে শুভেচ্ছা বার্তায় নেইমার, বন্ধু  আমাদের আবার দেখা হবে

উত্তরণবার্তা ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে বার্সেলোনার প্রতিপক্ষ হচ্ছে পিএসজি। যার মানে, আগামী ১৭ ফেব্রুয়ারি মেসির মুখোমুখি হচ্ছেন নেইমার। তিন বছর আগে নেইমার বার্সা ছাড়ার পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন দুই তারকা। হয়তো এ কারণেই গত সোমবার গোড়ালির চোটের নানা পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ব্যস্ততার মধ্যেও চ্যাম্পিয়ন্স লিগের ড্র হওয়ার পরপরই মেসির উদ্দেশে বার্তা দিয়েছেন নেইমার। ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, 'বন্ধু, আমাদের আবার দেখা হবে।' তবে এই বার্তা ঘিরে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। মুখোমুখি হওয়ার আগে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, নাকি পিএসজিতে মেসিকে ডাকছেন নেইমার! ক'দিন আগে নেইমার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আগামী বছর মেসির সঙ্গে একই ক্লাবে খেলবেন। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সাম্প্রতিক কর্মকাে নেইমারের এই বার্তায় ভিন্ন ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকেই। মেসির পিএসজিতে যোগ দেওয়া নিয়ে নাকি সম্প্রতি বার্সেলোনার কাতার কনসুলেটে এক বৈঠক করেছেন হোর্হে মেসি।
 
এই খবর দিয়ে স্প্যানিশ গণমাধ্যম 'লা চিরিঙ্গগুইতো' দাবি করেছে, 'পিএসজি ও কাতারের সঙ্গে মেসি ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছেন।' তবে এই খবর বেরোনোর সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে কাতার কনসুলেটে বৈঠকের কথা অস্বীকার করেছেন মেসির বাবা, 'মিথ্যা, আরও একটি আবিস্কার। সেই সেপ্টেম্বর থেকে আমি আর্জেন্টিনায় আছি।' মেসির বাবার দাবির পরপরই 'লা চিরিঙ্গগুইতো' জানিয়েছে, গত সপ্তাহে মেসির ব্যক্তিগত বিমান যে রোজারিও থেকে বার্সেলোনার এসেছে, সে প্রমাণ তাদের কাছে রয়েছে। 'টিএনটি' স্পোর্টসও মেসির বিমানের বার্সায় আসার খবর নিশ্চিত করেছে। চলতি মৌসুমের শুরুতেই বার্সা ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন মেসি। তখন আইনের মারপ্যাঁচে সম্ভব না হলেও অচিরেই তিনি যে বার্সা ছেড়ে দেবেন, সে ইঙ্গিত তখনই দিয়েছিলেন মেসি। তখন তার ম্যানচেস্টার সিটিতে যওয়ার গুঞ্জন থাকলেও এখন শোনা যাচ্ছে পিএসজির কথা। চুক্তি অনুযায়ী ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দলবদলের জন্য অন্য ক্লাবের সঙ্গে যোগাযোগে মেসির আর কোনো বাধা থাকবে না। তাই নেইমারের কথা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে।
 
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK