বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৩৮
ব্রেকিং নিউজ

‘খুলে দেয়া হবে ৩ ফ্লাইওভার’

‘খুলে দেয়া হবে ৩ ফ্লাইওভার’

উত্তরণবার্তা প্রতিবেদক : সড়কে যানজট নিয়ন্ত্রণে জয়দেবপুর থেকে এলেঙ্গা হয়ে হাটিকুমরুল পর্যন্ত তিনটি ফ্লাইওভার ২৫ এপ্রিল সোমবার যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। ২৪ এপ্রিল রবিবার সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান। তিনি বলেন, ‌‘গত শনিবার আমি ব্যক্তিগতভাবে এগুলো পরিদর্শন করতে গিয়েছিলাম। এই তিনটি ফ্লাইওভার চালু হলে যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে।’ ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
 
সচিব বলেন, ‘আব্দুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে অ্যালেঙ্গা হাটিকুমরুল- এই করিডোরেও যানজটের অভিজ্ঞতা আছে। বিআরটি করিডোরে মাননীয় মন্ত্রী ঘোষণা দিয়েছেন, এই বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। ইতোমধ্যে আমরা রাস্তাটা চলাচল যোগ্য করার জন্য বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন করেছি।’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ