বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:২২
ব্রেকিং নিউজ

‘হাওরে ফ্লাইওভার নির্মাণ করা হবে’

‘হাওরে ফ্লাইওভার নির্মাণ করা হবে’

উত্তরণবার্তা  প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, হাওরে ফ্লাইওভার নির্মাণ করা হবে। তিনি বলেছেন, আমার কাছে স্পষ্ট নির্দেশনা এসেছে, কোনো জলাভূমি বা হাওরে বাঁধ তথা সড়ক নির্মাণ করবো না। আমরা উড়ালসড়ক (ফ্লাইওভার) নির্মাণ করবো। বারবার বাঁধ নির্মাণের চেয়ে ফ্লাইওভার নির্মাণ সহজ এবং সাশ্রয়ী হবে। বুধবার সিলেটের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ সমিতি সিলেট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সুনামগঞ্জ দেশের অন্যতম ঊর্বর ভূমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের প্রতি সদয় দৃষ্টি রাখেন। সুনামগঞ্জের যেকোনো উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অ্যাপ্রোচ করা যায়। এ ব্যাপারে তিনি আমাকে কখনো ফিরিয়ে দেননি। সুনামগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত।
 
এসময় সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে এবং অধ্যাপক শাব্বির আহমদ ও কাসমির রেজার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী, সুনামগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রমা বিজয় সরকার, এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ, জাপা নেতা আ ন ম ওহিদ কনা মিয়া প্রমুখ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ