শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:৩২

হাতি নিয়ে চাঁদাবাজি করায় মাহুতকে জরিমানা

হাতি নিয়ে চাঁদাবাজি করায় মাহুতকে জরিমানা

উত্তরণবার্তা প্রতিবেদক : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে হাতি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাঁদাবাজি করার অপরাধে হাতিসহ মাহুত শরীফ আহমেদকে আটক করেছে পুলিশ। শরীফ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সত্তার মিয়ার ছেলে। পরে তাকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী। ১৩ এপ্রিল বুধবার দুপুরে এ চাঁদাবাজি ও জরিমানার ঘটনাটি ঘটে। জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের পশ্চিম পাড়ে হাতির মাহুত হাতি নিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে চাঁদাবাজি শুরু করে। এ খবর পুরো গ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে যায়। পরে স্থানীয়রা গণমাধ্যমকর্মীদের ফোন দেন। স্থানীয়দের ফোন পেয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে হাতির মাহুত চাঁদা তোলা বন্ধ করে দেয়। এরপর খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী ও  থানার (ওসি) তদন্ত আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় লোকালয়ে গণ উপদ্রব সৃষ্টির দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯০ ধারা অনুযায়ী হাতির মাহুত শরীফ আহমেদকে (২২) ২০০ টাকা জরিমানা করেন।
 
বেলাগাঁও গ্রামের বাসিন্দা ফারুক আহমদ বলেন, ‘সকাল থেকে আমাদের বাড়িসহ আশপাশের ৫০টি বাড়ির ১০০ ঘর থেকে  হাতির মাহুত কয়েক হাজার টাকা চাঁদা তুলেছে। আমাদের ঘর থেকে প্রথমে ৪০ টাকা চাঁদা দেয়ায় সে নেয় নি। পরে ১০০ টাকা চাঁদা দিতে হয়েছে। বেলাগাঁও গ্রামের আব্দুস শহীদ বলেন, ‘এতোদিন দেখতাম হাতি দিয়ে বাজার হাটে চাঁদাবাজি হতো। এখন গ্রামে গ্রামে চাঁদার জন্য হাতি নিয়ে ঘুরছে। হাতি দেখে এলাকার শিশুরা অনেক ভয় পেয়েছে। চাঁদা না দিলে নানাভাবে আমাদের বিরক্ত করছে। তাই ভয়ে অনেকে চাঁদা দিচ্ছে।’
 
হাতির মাহুত শরীফ আহমদ বলেন, ‘চাঁদা তো না, সাহায্য নিচ্ছি। হাতিকে খাওয়ানোর জন্য সাহায্য চাইছি। সবাই ইচ্ছে করে হাতিকে উপহার হিসেবে টাকা দিচ্ছে। কেউ খুশি হয়ে টাকা দিলে তা আবার চাঁদাবাজি হয় কিভাবে?’ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম বলেন, আমরা খবর পেয়ে এসিল্যান্ড মহোদয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতির মাহুতকে আটক করি। পরে জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী বলেন, ‘খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে হাতির মাহুতকে আটক করি। পরে লোকালয়ে গণ উপদ্রব সৃষ্টির দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯০ ধারা অনুযায়ী হাতির মাহুত শরীফ আহমেদকে ২০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK