শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:১৮

হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাদক ব্যবসা করত রায়হান

হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাদক ব্যবসা করত রায়হান

উত্তরণবার্তা প্রতিবেদক : র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভয়ঙ্কর মাদক এলএসডি জব্দ করা হয়েছে। এ সময় মোহাম্মদ রায়হান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ এপ্রিল রবিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, ৯ এপ্রিল শনিবার রাতে রাজধানীর কদমতলী থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ভয়ঙ্কর মাদক এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মিশ্রিত ৯৬ পিস রঙিন প্রিন্টেড ব্লট পেপার স্ট্রিপ, তিনটি ক্রেডিট কার্ড, দুটি ডেবিট কার্ড, একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, একটি দক্ষিণ আফ্রিকার ড্রাইভিং লাইসেন্স ও একটি বাংলাদেশি পাসপোর্ট। রায়হান গত ২২ মার্চ সপরিবারে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসে। এ সময় ব্যাগের ভেতর রক্ষিত নোটবুকে অভিনব কায়দায় এলএসডি নিয়ে আসে।

রায়হান হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাদক ব্যবসা করে। তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি দক্ষিণ আফ্রিকার নম্বর দিয়ে নিবন্ধন করা। বাংলাদেশে সে অন্য একটি ফোনের হটস্পট মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, ‘ইদানিং পরিলক্ষিত হচ্ছে, মাদক চোরাকারবারি এবং মাদকসেবীরা প্রতিনিয়ত নতুন নতুন পন্থা অবলম্বন করছে।’
উত্তরণবার্তা/এআর
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK