বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:০৮

রাজধানীতে আবাসিক হোটেলে অভিযান : ইয়াবাসহ গ্রেপ্তার ৫

রাজধানীতে আবাসিক হোটেলে অভিযান  :  ইয়াবাসহ গ্রেপ্তার ৫

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীতে আবাসিক হোটেল ব্যবসার আড়ালে চলছে ইয়াবার রমরমা বাণিজ্য। এমন একাধিক হোটেলে অভিযান চালিয়ে ১১৩০০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তর সার্কেল।৯ এপ্রিল শনিবার সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, শুক্রবার (৮ এপ্রিল) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তেজগাঁও, রমনা ও উত্তরা সার্কেলের সমন্বয়ে গঠিত টিম ভাটারা থানার অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনাল (আবাসিক) এ অভিযান পরিচালনা করে। এ সময় হোটেল মালিক রইস উদ্দিন রবি ও ম্যানেজার মো. আলম ওরফে রনিকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২, টানপাড়া, রোড নং- ০৫ এর বাড়ী নং ৩৬/খ এ অভিযান চালিয়ে মাদক কারবারি মো. হানিফ মোল্লাকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও তাদের নিয়ন্ত্রণে থাকা আরো দুই নারী মাদক কারবারি মোসা. শাহিদা বেগমকে কাফরুল থানা এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ও মোছা. রিমিয়ারা খাতুনকে ভাটারা থানার ছোলমাইদ ফেরাজীটোলার একটি বাসা থেকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে তারা ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল। তারা অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন হোটেল পদ্মা ইন্টারন্যাশনাল (আবাসিক) এর মালিকসহ কর্মচারীদের সহযোগিতায় হোটেলে বসেই ইয়াবা হাতবদল ও লেনদেন করতো।এছাড়াও হোটেলে আগত অতিথিদের কাছে সেবনের জন্য ইয়াবা বিক্রি ও সরবরাহ করতো। উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK