রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:৪১
ব্রেকিং নিউজ

ডেপুটি স্পিকারের রুল অবৈধ : অনাস্থা ভোট শনিবার

ডেপুটি স্পিকারের রুল অবৈধ : অনাস্থা ভোট শনিবার

উত্তরণবার্তা ডেস্ক : পাকিস্তানে  প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দিয়েছেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ।  টানা চারদিন শুনানির পর পাকিস্তানের হাইকোর্ট এমন রায় দিলেন। ৭ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। এ রায়ের ফলে আবারও বিরোধীদের অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৯টার দিকে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে বিচারপতিদের পাঁচ সদস্যের একটি বেঞ্চে চতুর্থ দিনের মতো মামলাটির স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) শুনানি শুরু হয়।

প্রধান বিচারপতি পাশাপাশি এই বেঞ্চে ছিলেন, বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার,বিচারপতি মুনিব আখতার ও বিচারপতি জামাল খান মান্দোখেল। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, এটি স্পষ্ট যে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির গত ৩ এপ্রিলের রুলিং ভুল ছিল। আমাদের জাতীয় স্বার্থের বিষয়টি দেখা দরকার। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন,আমাদের জাতীয় স্বার্থের বিষয়টি দেখা দরকার। অনাস্থা প্রস্তাবে সাংবিধানিক সমর্থন ছিল এবং ভোটাভুটিতে তা পাস হওয়ার মতো ছিল।  তবে শেষ মুহূর্তে বাতিল করা হয়। এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এদিকে সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে আদালত চত্বরের নিরাপত্তার জন্য বাড়তি আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়। এর আশে পাশে দাঙ্গা পুলিশও মোতায়েন করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK