শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৩২
ব্রেকিং নিউজ

আজ বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ রোনালদোর পর্তুগালের

আজ বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ রোনালদোর পর্তুগালের

উত্তরণবার্তা ডেস্ক : কাতার বিশ্বকাপে ওঠার লড়াইয়ে প্লে-অফের ফাইনালে আজ রাতে নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এই সেই নর্থ মেসিডোনিয়া, যারা ইতালির মতো দলকে কাঁদিয়ে ছিটকে দিয়েছে বিশ্বকাপ থেকে। এ ম্যাচ জিতলেই চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ইউরোপিয়ান অঞ্চল থেকে আসন্ন বিশ্বমঞ্চের টিকিট পাওয়ার শেষ ম্যাচটি শুরু হবে আজ রাত ১২টা ৪৫ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু এবং টি-স্পোর্টস।
 
নিজের শেষ বিশ্বকাপে বেশ আত্মবিশ্বাসী রোনালদো। জানিয়ে দিলেন পর্তুগাল ছাড়া বিশ্বকাপই হবে না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো জানান, 'নর্থ মেসিডোনিয়া খুব ভাল দল। গোছানো দল। কিন্তু আমরা যদি নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারি, বিশ্বের যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি।' সিআর সেভেন আরো বলেন, 'গত রাতে ঘুমানোর আগে ভাবছিলাম, খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় স্টেডিয়ামের বাজনা বন্ধ করে দিলে কেমন হয়? আমাদের সঙ্গে দর্শকরাও জাতীয় সংগীত গাইবেন, সবাই সেটা শুনতে পাবে, একটা একাত্মতা তৈরি হবে। বিশ্বকাপে যাওয়ার জন্য যে আবেগ, যে একাত্মতা আমাদের দরকার। আমি দর্শকদের অনুরোধ করব, আপনারা সবাই মাঠে আসুন। মাঠ ভরিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা জিতব। আপনারা শুধু মাঠে এসে গর্জনে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিন। এখানে আমরাই ফেভারিট। পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয়। এখানে কোনো ব্যক্তি নেই, আমরা একটি দল।'
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ