শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৭:১১
ব্রেকিং নিউজ

ওয়ানডে সিরিজে চ্যালেঞ্জ দেখছেন জাম্পা

ওয়ানডে সিরিজে চ্যালেঞ্জ দেখছেন জাম্পা

উত্তরণবার্তা ডেস্ক :  আগামী মঙ্গলবার থেকে স্বাগতিক  পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া  তিন ম্যাচের ওয়ানডে  সিরিজটি অস্ট্রেলিয়ার  অনেক বেশি চ্যালেঞ্জিং হবে মনে করছেন  সফরকারী দলের স্পিনার এডাম জাম্পা। গত শুক্রবার লাহোরে শেষ হওয়া   সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি  ১১৫ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে অসিরা। ওয়ানডে সিরিজের দলের উপরের সারির একাধিক ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। বিভিন্ন কারনে দলে নেই ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল। কনুইয়ের পুরনো ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে পড়েন স্মিথ।  তবে জাম্পা মনে করেন, একটি ‘দল’ তৈরি করার এটি সেরা সুযোগ। তিনি বলেন, ‘এটি একটি কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তবে এখান থেকে আপনি যা পেতে পারেন তা হচ্ছে- এখান থেকে  আপনার কিছু প্রাপ্তি  যোগ হবে। এমনটা যখন ঘটে তখন আপনার দলে গভীরতা বাড়কে।’ নতুন চেহারার দলে রয়েছেন শন অ্যাবট এবং বেন ম্যাকডারমট। এই দু’জনই দু’টি করে ওয়ানডে খেলেছেন। ১টি ম্যাচ খেলা ক্যামেরন গ্রিনও আছেন। অভিষেকের অপেক্ষায় আছেন বেন দারউইশ, নাথান এলিস, জশ ইংলিস এবং মিচেল সুইপসন। জাম্পা মনে করেন, তিন ফরম্যাটের সব ক্রিকেটারেরই বিশ্রাম দরকার। তিনি বলেন, ‘আমরা দেখেছি, বিশেষ করে গত কয়েক বছরে, তিন ফরম্যাটের ক্রিকেটার হওয়াটা অনেক সময় সত্যিই কঠিন হয়ে পড়ে। কামিন্স, ওয়ার্নার এবং স্মিথের মতো খেলোয়াড়দের বিরতি দরকার এবং এটি বুঝতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘ একটি দলে অনেক অনভিজ্ঞ খেলোয়াড় থাকলে  তখন এটি সত্যিই কঠিন হয়ে যায়। এটি অবশ্যই একটি চ্যালেঞ্জ হবে এবং আশা করি আমরা উতরে যেতে পারবো। কারণ এই সিরিজগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ জাম্পা বলেন, ‘ অনভিজ্ঞ দল নিয়ে সিরিজ জিততে পারলে  সেটা   সত্যিই  আমাদের জন্য চমৎকার কিছু  হবে।’ অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের  সমর্থন  আত্মবিশ্বাসী করে তুলেছে  জাম্পাকে। জাম্পা বলেন, ‘আমি মনে করি, নিজের দায়িত্বের প্রতি  আমাকে অনেক বেশি নজর দিতে হবে। কেননা  আপনি জুনিয়র খেলোয়াড় হলে  স্বাভাবিকভাবেই দায়িত্ব সর্ম্পকে আপনাকে  সচেতন হতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমার খেলায় আমাকে অনেক বেশি সাহায্য করেছে ফিঞ্চ। যখন আমি দলের বাইরে থাকি তখন আমাকে অনেক সমর্থন করেন ফিঞ্চ।’ লাহোরে সিরিজের বাকি দুই ওয়ানডে বৃহস্পতিবার ও শনিবার হবে। টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তান সফর শেষ করবে অস্ট্রেলিয়া। আগামী ৫ এপ্রিল লাহোরেই হবে সফরের একমাত্র টি-টোয়েন্টি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ